ডট বিডি (.bd) বাংলাদেশের জন্য ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত এবং ডোমেইন সাফিক্স। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড) “.bd”-র নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিনিকেশন্স কোম্পানি লিমিটেড) সরাসরি “.bd”-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে।
ডট বিডি এবং ডট বাংলা হ’ল ইন্টারনেটে একটি কান্ট্রি কোড শীর্ষ স্তরের ডোমেন (সিসিটিএলডি)। এটি ইন্টারনেট বিশ্বে বাংলাদেশের ঠিকানা। বিটিসিএল হ’ল এমওপিটিটিটির পক্ষে সিসিটিএলডি উভয়ের রেজিস্ট্রেশন অথরিটি। বিশ্ব জুড়ে যে কোনও ব্যক্তি, সংস্থা একটি .bd ডোমেইন নিবন্ধন করতে পারে । ডট বিডি (.bd) ডোমেইন হচ্ছে ccTLD অর্থাৎ Country Code Top Level Domain যা সাধারনত বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিনিকেশন্স কোম্পানি লিমিটেড) ডোমেইন বিক্রি এবং নিয়ন্ত্রন করে থাকে। আর .com.bd (সাধারন কাজ বা ব্যবসার জন্য) এক্সটেনশন হচ্ছে এই ডোমেইন তালিকায় সবচেয়ে জনপ্রিয় । এছাড়া .gov.bd (গভর্নমেন্টাল-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এর জন্য) .net.bd (নেটওয়ার্কিং সাইটের জন্য ) .info.bd (ইনফরমেশন সাইটের জন্য ) .org.bd(অরগানাইজেশনের এর জন্য) .edu.bd (এডুকেশনাল-শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য) .ac.bd (বিশ্ববিদ্যালয়সমূহ এর জন্য) এক্সটেনশন সহ আরও বিভিন্ন ধরনের ডোমেইন এক্সটেনশন রয়েছে ।
এটি সঠিকভাবে করার জন্য আপনি BizTech এ বিশ্বাস করতে পারেন, কারণ BizTech দীর্ঘদিন যাবৎ ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করে আসছে | সঠিক ভাবে ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন এর জন্য আপনাকে গাইড করতে আমরা অঙ্গীকারবদ্ধ । আপনার ব্যাবসা,শিক্ষা প্রতিষ্ঠান ,সংস্থা এর জন্য নামটি পেয়ে গেলে সহজেই ডোমেইন এর জন্য অর্ডার করতে পারবেন |
এছাড়াও আপনি যে কোনও শেয়ার্ড ওয়েব হোস্টিং প্যাকেজ, রিসেলার হোস্টিং প্যাকেজস, ডেডিকেটেড হোস্টিং, এসএসএল এবং আরও অনেক কিছু যা কোনও ওয়েবসাইট হোস্ট করার জন্য প্রয়োজন তা কিনতে পারবেন